দৈনিকসিলেটডটকম: সফলতার ১০ বছর
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ৮:০০ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল দৈনিকসিলেটডটকমের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি দৈনিকসিলেটডটকম যাত্র শুরু করে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে যাত্রা করা দৈনিকসিলেট অল্প সময়ের মধ্যে পাঠকপ্রিয়তা লাভ করে। দেশে বিদেশে বাংলাভাষীদের অন্যতম মুখপত্র হয়ে ওঠে।
বিশেষ করে করোনাকালে অনেক পাঠক প্রিন্ট পত্রিকা পাঠ করা থেকে বিরত থাকেন।বেশ কিছুদিন প্রিন্ট পত্রিকার প্রকাশনাও বন্ধ ছিলো। এই সময়ে পাঠকরা অনলাইন গণমাধ্যমের উপর নির্ভরশীল হয়ে যান। আমাদের টিম জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ করে এবং সর্বশেষ সংবাদটি পাঠকের কাছে পৌছে দিতে চেষ্টা করে।
গত ১০ বছরে আমাদের এই অগ্রযাত্রায় আমরা অনেকের সহযোগিতা পেয়েছি। সে জন্য আমরা কৃতজ্ঞ এবং অভিভূত।
আজকের এইদিনে আমাদের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা।
এমন সহযোগিতা অব্যাহত থাকলে আমরা একদিন আমাদের লক্ষে পৌছে যেতে সক্ষম হবো। সকলের প্রতি শুভকামনা।
2 - 2Shares