সিলেটে এক দিনে করোনাক্রান্ত ১, সুস্থ ৯
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২১, ১:১৬ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম:: সিলেট অঞ্চলে মৃত্যুহীন দিনে করোনাক্রান্ত হয়েছেন ১ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া মঙ্গলবার (৯ মার্চ) সকালে এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে সিলেট অঞ্চলে করোনাক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৬ হাজার ৪০৬ জন।
তার মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৮৯৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫৭জন, হবিগঞ্জে ২ হাজার ৬জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৭ জন।
অন্যদিকে একই সাথে ৯জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে পুরো বিভাগে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৪৬ জন।
চার জেলার মধ্যে সিলেটের ৩৩জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সিলেট অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৭৫ জনের মৃত্যু হয়েছে।
ডিএস
2 - 2Shares