করোনাক্রান্ত অভিনেত্রী কবরী হাসপাতালে ভর্তি
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৬:১৫ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ কবরী সারোয়ার করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তিনি আরও জানান, কবরীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। কিন্তু তাকে সাধারণ বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন