অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলে ভারতীয় স্পিনার রাধাকৃষ্ণ
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২২, ১২:৪০ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। তবে ম্যাচে মূল আকর্ষণ ছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নিভেথন রাধাকৃষ্ণ। এর কারণ এ স্পিনার যে পারেন দুই হাতেই বল করতে।
শুধু দুই হাতে বোলিং করেই আলোচিত হননি তিনি, রীতিমতো ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়েও দিয়েছেন। মাত্র ১২ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটি গড়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ২২তম ওভারে রাধাকৃষ্ণই ভাঙেন সেই জুটি।
এরপর ইনিংসের ২৮তম ও ৩২তম ওভারে সরাসরি বোল্ড করে দেন বাঁহাতি অ্যান্ডারসন মাহাস ও ডানহাতি জোহান লেইনকে। সবমিলিয়ে ১০ ওভারে ৪৮ রান খরচায় নেন ৩টি উইকেট। পরে ১৭০ রান তাড়ায় দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে রাধাকৃষ্ণর ব্যাট থেকে।
ভারতের তামিলনাড়ুতে জন্ম নেওয়া নিভেথন রাধাকৃষ্ণ ২০১৩ সালে পরিবারের সঙ্গে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। তবে এরই মধ্যে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলেছেন দুই আসর। এমনকি সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটেও দিল্লি ক্যাপিট্যালসের সঙ্গে ছিলেন নেট বোলার হিসেবে।
দারুণ কার্যকর এই অলরাউন্ডার ২০১৯ সালে প্রথমবার সুযোগ পান অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৬ দলে। সে বছর দুবাই সফরের চার ম্যাচে ৭ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। পাশাপাশি ব্যাট হাতেও করেছিলেন ১৪৫ রান। পরে অনূর্ধ্ব-১৭ দল ঘুরে এবার জায়গা করে নিয়েছেন যুব বিশ্বকাপের দলে।
ডিএস