ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২২, ১২:০৮ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে পাওয়া জয়ে আত্মবিশ্বাসী ইয়াং টাইগাররা। ইংলিশদের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করাই লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জানিয়েছেন অধিনায়ক রাকিবুল হাসান।
আইচ মোল্লা, প্রান্তিকরা ভালো করলে শুরুটা ইতিবাচক হবে বলে মনে করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। সার্বক্ষণিক যুবাদের খবর রাখছেন বলেও জানান তিনি। সেইন্ট কিটসে ম্যাচটি মাঠে গড়াবে রোববার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন। ক্যারিবিয়ান দ্বীপে নতুন গল্পের অপেক্ষায়। আকবর-শরিফুলদের বীরত্বগাথা ধরে রাখার পালা সতীর্থ রাকিবুলদের। গ্রুপ পর্বের লড়াইয়ে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ইংল্যান্ড।
প্রতিপক্ষ নামটা বড় হলেও বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন অলঙ্কার। আইচ মোল্লা, সাকিব, প্রান্তিকরা দেখিয়েছেন। প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আছে বড় জয়ও। কন্ডিশনটা মানিয়ে নিয়েছেন। প্রতিপক্ষ নিয়ে না ভেবে প্রথম ম্যাচটা তাই জয় দিয়ে শুরু করতে চান বাংলাদেশের যুবারা।
এদিকে ইংল্যান্ডও প্রস্তুতি ম্যাচে ২৮১ রানের বড় জয় পেয়েছে। স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী ইংলিশরাও। লড়াইটা কঠিন হবে যুব টাইগারদের জন্য। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের মতে, ব্যাট হাতে আইচ মোল্লা, প্রান্তিক, ইফতেখাররা দায়িত্ব নিলে সম্ভব ভালো কিছু।
সেইন্ট কিটসের বাউন্সি উইকেটে টসটা গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য। আগে ব্যাট করতে পারলে টাইগার যুবাদের জন্য জয় পাওয়া সহজ হবে বলে মনে করেন সুজন।
ডিএস