শাবির শিক্ষার্থীদের সবগুলো দাবি যৌক্তিক: নাদেল
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবগুলো যৌক্তিক বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার পর বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীদের সমাবেশস্থলে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, তোমাদের দাবিগুলে পূরণ করা হবে।
শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে নাদেল বলেন, ‘এক ব্যক্তির হাতে বিশ্ববিদ্যালয় জিম্মি হতে পারে না।’
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে ক্যাম্পাসে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
ডিএস
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন