উপশহর থেকে ইয়াবাসহ কৃষকলীগ নেতার ছেলে সিয়াম গ্রেফতার

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক:: সিলেট নগরীর উপশহর থেকে ২০পিস ইয়াবাসহ হাবিবুর রহমান সিয়াম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) তাকে শাহজালাল উপশহরস্থ সোনারপাড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবিবুর রহমান সিয়াম সিলেটের জকিগঞ্জ থানার গঙ্গারজল নোয়াগাঁওয়ের বাসিন্দা, সিলেট মহানগর কৃষক লীগের সহ সভাপতি হোসাইন আহমদের ছেলে।
পুলিশ জানায়, সিয়াম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তার পিতার ছত্রছায়ায় সে মাদকের সাম্রাজ্য গড়ে তুলে। পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে উপশহরস্থ সোনারপাড়া মেইন রোডে সিয়ামের দেহ তল্লাশী করে।
এসময় মোটর সাইকেল তল্লাশী করে তার সাথে থাকা মাহিন্দ্র ১১০ সিসি কালো রংয়ের মোটরসাইকলের সিটের নিচে রাখা ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার মূল্য ছয় হাজার টাকা।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা (রুজু) প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।