হেলিমুল হক এর মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নব্বই দশকের জনপ্রিয় ছাত্রনেতা হেলিমুল হক দেশ-বিদেশের সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (২ ফেব্রয়ারি) বিকাল ৪.৪৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হেলিমুল হকের মৃত্যুতে বিয়ানীবাজার উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ভিপি হেলিমুল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোঃ আব্দুল বারী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল ও সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান।
নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন,বিয়ানীবাজারের ছাত্র রাজনীতির ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ও মেধাবী ছাত্রনেতা ছিল হেলিমুল হক। ছাত্রলীগের দুঃসময়ে সে নেতৃত্ব দিয়েছে।
নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ডিএস