নগরীর মুন্সিপাড়া থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডটকম : সিলেট নগরীর মুন্সিপাড়ার একটি বাসা থেকে এক যুবতী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সালমা বেগম (২৫)। তিনি এসএমপির (সিলেট মেট্রোপলিটন পুলিশ) শাহপরাণ থানাধীন দলই পাড়ার রিয়াজ উদ্দিনের মেয়ে। তাঁরা দীর্ঘদিন থেকে নগরীর মুন্সিপাড়ায় বসবাস করে আসছিলেন।
বুধবার(০২ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে নগরীর মুন্সিপাড়ায় একদল পুলিশ ঐ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আলী। তিনি বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন