অভিনেতত্রী সায়ন্তনীকে নিয়ে নতুন গুঞ্জন

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : টালিউড অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতাকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। বিক্রমের সঙ্গে প্রেম করছেন তিনি? এমন প্রশ্নে নেটিজেনদের মনে। কারণ বেশ কয়েক দিন ধরে বিক্রমের সঙ্গে শহরের বাইরে আছেন সায়ন্তনী।
প্রায় পাঁচ বছর ধরে বিক্রমের সঙ্গে সায়ন্তনীর বন্ধুত্ব। হঠাৎ কলকাতা ছেড়েছেন তারা। পাড়ি জমিয়েছেন দিল্লিতে। হঠাৎ এ সফর নিয়েই বেশ চর্চা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বন্ধুর ডাকে ওমিক্রন উপেক্ষা করে দিল্লি উড়াল দিয়েছেন সায়ন্তনী। একা একা দিল্লি যাওয়ার কারণ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে এ অভিনেত্রী বলেন, ‘ফেসবুকে পরিচয়। পাঁচ বছরের বন্ধুত্ব। আমরা কেউ কাউকে চোখে দেখিনি। কিন্তু নিয়মিত কথা হয়। দিল্লিতে বাড়ি। হঠাৎই আমন্ত্রণ। এবার আর ডাক এড়াতে পারিনি। এই প্রথম মুখোমুখি হলাম তার।’
সায়ন্তনীর বন্ধুর পুরো নাম বিক্রম শর্মা। বিক্রম মূলত পাঞ্জাবি, কিন্তু এত দিন ছিলেন ব্রিটিশ নাগরিক। ২০১৫ সালে ভারতে এসেছেন। পেশায় তিনি একজন মডেল ও অভিনেতা। বলিউড, তামিল, তেলুগু ইন্ডাস্ট্রিতে দাপট রয়েছে তার।
অভিনেত্রীর কথায় তার ‘হাফ বয়ফ্রেন্ড’ বিক্রম। বিক্রমের চেয়ে তার বাড়ির লোক বেশ আমুদে। আসার সময় শর্মা পরিবার থেকে উপহার পেয়েছেন সায়ন্তনী।
ভবিষ্যতে এই সম্পর্ককে কী নাম দেবেন সায়ন্তনী? বন্ধুত্ব কি পরিণয়ে গড়াবে? সাত পাকে বাধা পড়বেন তারা? এমন প্রশ্ন অনেকের মনে। তবে এসব বিষয়ে মুখ খুলতে চান না সায়ন্তনী। আপাতত অভিনয়ের বাইরে আর কিছুই ভাবতে রাজি নন তিনি। তবে দিল্লিতে বেশ ভালো সময় কাটিয়েছেন সায়ন্তনী। এ কথা জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমকে।
ডিএস