সুনামগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দৈনিক সিলেট ডট কম
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জ্যোতিষ চন্দ্র (৪৫)নামের নিহত হয়েছেন।
নিহত জ্যোতিষ চন্দ্র দিরাই উপজেলার চানপুর গ্রামের যোগেন্দ্র চন্দ্রের ছেলে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৩৮০৪) ও সুনামগঞ্জ থেকে সিলেটগামী সিএনজি (সিলেট-থ ১১-১০৯৪) ঘটনাস্থলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি অটোরিকশা’য় থাকা চালকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়।
জয়কলস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ্ আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাস আটক করা হয়েছে।