পররাষ্ট্রমন্ত্রীর সুস্থতা কামনায় জেলা যুবলীগের দোয়া মাহফিল

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : সিলেটের কৃতি সন্তান সফল পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন ও সহধর্মিনী সেলিনা মোমেনর সুস্থতা কামনা করে সিলেট জেলা যুুুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বাদ জুমআ হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
মিলাদ মাহফিল শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও সেলিনা মোমেনের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ফল পাওয়া গেছে। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য তার নাইজার সফরের কথা ছিল। এ সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এসময় করোনার কোনও লক্ষণ ছিল না।
বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।
ডিএস