১১ দফা দাবিতে চা শ্রমিকদের মিছিল ও সমাবেশ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : সিলেটে চা শ্রমিকদের ১১ দফা দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার বিকালে জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
অবিলম্বে নতুন চুক্তি সম্পাদন, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, প্রতিটি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, চা শ্রমিকদের ভূমি ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা, ২০ মে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক দিবস’ পালনসহ ১১ দফা দাবি জানিয়েছে চা শ্রমিক অধিকার আন্দোলন।
দাবি আদায়ে চা শ্রমিকদের এ আন্দোলন মাসব্যাপী চলবে।
চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমরেড হৃদেশ মুদির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মহীতোষ দেব মলয়, চা শ্রমিক নেতা সন্তোষ বাড়াইক, সন্তোষ নায়েক, মিতা সিং, অরুণ মোদি, হরি সবর, আজিরুন বেগম, অজয় বাউড়ি, সজল গোয়ালা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চা শ্রমিকরা সব রকম মানবিক ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তারা শ্রমিক অধিকার থেকেও বঞ্চিত। চা শ্রমিকরা দেশের শোষিত নিপীড়িত শ্রমজীবী মানুষের সবচেয়ে বঞ্চিত অংশ। চা শ্রমিকদের নতুন চুক্তি সম্পাদন এবং বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা এখন সময়ের দাবি।