সিলেট এসে পৌঁছেছেন প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডটকম : সিলেট এসে পৌঁছেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি । শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে পৌঁছান।
এসময় বিমানবন্দরে মন্ত্রীকে শুভেচ্ছা জানান সিলেটের জেলা প্রশাসক মো.মজিবুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীসহ নেতৃবৃন্দ।
মন্ত্রীর পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি সিলেট, লালমনিরহাট/কুড়িগ্রাম ও বরিশাল ইন্সটিটিউট অব লাইভস্টক সাইন্স এন্ড টেকনোলজি স্থাপন প্রকল্পের আওতায় ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি সিলেট এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রকল্প এলাকা পরিদর্শন করবেন।
এদিন মন্ত্রী সকাল ১১টা ১০ মিনিটে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় নির্মাণাধীন বুল স্টেশন স্থাপন পরিদর্শন, সরকারি ছাগল উন্নয়ন খামার পরিদর্শন, দুপুর ১২টায় জেলা দুগ্ধখামার পরিদর্শন ও ১২টা ৪৫ মিনিটে সিলেট সার্কিট হাউজে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
ডিএস