করোনা আক্রান্ত হওয়ার পর স্ট্রোকের ঝুঁকি থাকে কতদিন

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : স্ট্রোক যে কোনো সময় ঘটতে পারে। তবে কোভিডকালে স্ট্রোকের রোগী বাড়ছে। এবার করোনা আক্রান্ত হওয়ার কত দিন পর্যন্ত স্ট্রোক হওয়ার আশঙ্কা সর্বোচ্চ, সেটাও জানাল গবেষণা।
কোভিড নিয়ে সবারই রয়েছে মাথা ব্যথা। কারণ এই ভাইরাসটি বারবার নিজেকে বদল করে। আর যত বারই এই ভাইরাসের বদল হয়, ততবারই সবার মনে বাড়ে ভয়।
এই ভাইরাসে আক্রান্ত হলে ফুসফুসের সমস্যা হওয়ার আশঙ্কা খুব বেশি। তবে বর্তমান কিছু গবেষণা জানাচ্ছে, ফুসফুসের সমস্যা ছাড়াও এক্ষেত্রে দেখা দিতে পারে অন্যান্য নানা সমস্যা। এমনকী হতে পারে স্ট্রোকও।
সম্প্রতি বিশ্বব্যাপী ফের চোখ রাঙাচ্ছে করোনা। এর মধ্যেই কোভিডকালে স্ট্রোকের ঝুঁকি নিয়ে নতুন তথ্য জানালেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। করোনায় আক্রান্ত হওয়ার প্রথম তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তারা।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) স্ট্রোক বিভাগের গবেষণায় প্রাথমিকভাবে উঠে এসেছে, কোভিডকালে স্ট্রোক হওয়ার ঝুঁকি সংক্রান্ত এই তথ্য।
গবেষকরা জানাচ্ছেন, করোনা আক্রান্ত হওয়ার সাত দিন আগে ও ২৮ দিন পরে কোনো ব্যক্তির যতটুকু স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে, তার তুলনায় ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার প্রথম তিন দিন পর্যন্ত স্ট্রোকের ঝুঁকি থাকে প্রায় ১০ গুণ বেশি! স্ট্রোকের ইতিহাস নেই এমন ব্যক্তিদের ক্ষেত্রে যাদের বয়স ৬৫ থেকে ৭৪- এর মধ্যে তাদের এই ঝুঁকি সবচেয়ে বেশি। তবে তিন দিন পার হয়ে গেলে স্ট্রোকের ঝুঁকি কমে যায় অনেকটাই।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, ৬৫ বছরের বেশি বয়সী ৩৫ হজার ৩৭৯ জন রোগীর চিকিৎসার ইতিহাস পরীক্ষা করেছেন গবেষকরা। তাদের দাবি, প্রথম তিন দিনের পর চতুর্থ থেকে সপ্তমদিন পর্যন্ত এই ঝুঁকি থাকে ৬০ শতাংশ বেশি এবং অষ্টম থেকে চতুর্দশ দিন পর্যন্ত স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে প্রায় ৪৪ শতাংশের কাছাকাছি। তবে সংক্রমণের দ্বিতীয় সপ্তাহের পর এই ঝুঁকি কমে হয় ৯ শতাংশ।
করোনাভাইরাসের কারণে এই স্ট্রোকে আক্রান্ত হয়েই বহু মানুষের জীবন গেছে। তাই করোনা পরবর্তী সময়ে স্ট্রোক নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ডিএস