সমর্থকরা নবনির্বাচিত চেয়ারম্যানকে দুধে দিয়ে গোলস!

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : পছন্দের চেয়ারম্যান ভোটে নির্বাচিত হওয়ায় ‘মানত’ পূরণ করতে দুধ দিয়ে ধুইয়ে যমুনায় গোসল করালেন তার কর্মী-সমর্থকরা। শুক্রবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বাছেট যমুনা নদীরপাড়ে গ্রামবাসীরা ভিন্ন ধরনের এ আয়োজন করেন।
এ সময় নবনির্বাচিত আরো দুই মেম্বারকে চেয়ারম্যানের সঙ্গে গোসল করানো হয়। পছন্দের চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর মাঝে আগ্রহ-উদ্দীপনা ও বিজয়ের উল্লাস করতে দেখা যায়।
ষাটঘর তেওতা গ্রামবাসী জানায়, গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে তেওতা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছয়জন প্রার্থী থাকলেও মূলত তিন প্রার্থীর মধ্যে ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয়।
নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে মোশারফ হোসেনকে (মোটরসাইকেল প্রতীক) ১৮৮ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। এ ঘোষণার পর গ্রামবাসী তাকে দুধ দিয়ে ধুইয়ে যমুনায় গোসল করানোর ‘মানত’ করেন। এজন্য চেয়ারম্যানকে পবিত্র করতে ভিন্ন আয়োজন করা হয়।
স্থানীয় হোসাইন মোল্লা জানান, আমাদের এলাকায় রেওয়াজ আছে কেউ ভালো কিছু করলে তাকে দুধ দিয়ে গোসল করানোর। তারই ধারাবাহিকতায় একজন সৎ ও উচ্চশিক্ষিত ছেলে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গ্রামবাসী এ আয়োজন করেন।
নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, কর্মী-সর্মথক ও এলাকার মুরব্বিদের বিশেষ অনুরোধ রাখতে হয়েছে। সাধারণ লোকজন আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি সাধ্যমতো তাদের পাশে থাকব। জনগণকে দেওয়া ওয়াদা রক্ষা করব।
উল্লেখ্য, শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নে দুজন নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেন। মোশারফ নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার সুমনকে (নৌকা প্রতীক) হারিয়ে জয় পান তিনি।
ডিএস