‘আইএলএসটি’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডটকম : সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনােলজি (আইএলএসটি) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী শ ম রেজাউল করিম।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মােহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ড. অমলেন্দু ঘােষ, সিলেট আইএলএসটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মাে. জাহাঙ্গীর আলম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাে. রুস্তম আলী প্রমুখ।
ডিএস