সিলেটে কমছে করোনা আক্রান্ত ও মৃত্যু

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডটকম : সিলেটে কমেছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের ২ শতাধিক রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কেউ মারা যাননি। গত কয়েকদিন পর করোনায় মৃত্যুহীন একটি দিন ছিলো শনিবার (৫ ফেব্রুয়ারি)। এতে অনেতটাই স্বস্তি দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে-শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় বিভাগের ২১০ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এরআগের দিন ৩৩৪ জন রোগী শনাক্ত হয়েছিলেন। সে হিসেবে রোগী শনাক্তের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিলো ২০.৩৯ শতাংশ। এরআগের দিন এর হার ছিলো ২৭.৯৫ শতাংশ।
এর মধ্যে সিলেট জেলায় ১২৫, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২৪ জন। এই ২১০ জন বিভাগে মোট আক্রান্তের সংখ্যা সংখ্যা ৬৪ হাজার ৫৫৭ জন।
শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত করোনা থেকে সেরে ওঠেছেন ১০৩ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫১ হাজার ৯০৫ জন।
এ পর্যন্ত মারা ১২০৬ জনের মধ্যে সিলেট জেলার ৮৯২, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএস