দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ে মামুন খান বিজয়ী

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডটকম : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. মামুন খান বিজয়ী হয়েছেন।
মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৮১৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবরুল ইসলাম জগলু নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮০টি ভোট।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোল্লারগাঁও ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
প্রাথমিকভাবে মামুন খানের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন