সিলেটে যুবদলের বিক্ষোভ মিছিল

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক: সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা যুবদল নেতা আলী আকবরকে হত্যার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মিছিল। এরপর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন সিলেট মহানগর যুবদলের সদস্য আনোয়ার হোসেন মানিক।
সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, শাহিবুর রহমান সুজান, লুৎফুর রহমান, জেলা যুবদলের সদস্য লিটন আহমদ, কয়েছ আহমদ, মহানগর সদস্য এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা সদস্য রায়হান আহমদ, মহানগর সদস্য মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, মির্জা সম্রাট, উসমান গনি, জেলা সদস্য আমিনুল ইসলাম আমিন, নাসির উদ্দিন রহিম, এসএম পলাশ।
আরো বক্তব্য রাখেন, আইনজীবি আব্দুল্লাহ আল মামুন হিরা, ২০নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক অসিম কুমার সিংহ বাবলু, ১৩নং ওয়ার্ড আহ্বায়ক মুহিবুল আলম, ৫নং ওয়ার্ড আহ্বায়ক ময়নুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদ, আলীবুর রহমান আলী, আব্দুল আহাদ রানা
ডালিম চৌধুরী, সেবুল আহমদ, মহানগর যুবদল নেতা এনামুল হক সোহেল, জুনেদ আহমদ খান, সাইফুল ইসলাম, সাহেদ আহমদ, বদরুল ইসলাম, ১৬নং ওয়ার্ড মানিক খান, ২৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মঈন খান, ৭নং ওয়ার্ড আহ্বায়ক শাহিন আজাদ খোকন, ১১নং ওয়ার্ড আহ্বায়ক খালেদ আহমদ হোসাইন, ৭নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওছার হোসেন খান, রাহাদ আহমদ টিপু, ৫নং ওয়ার্ড নাজির আহমদ, ২৪নং ওয়ার্ড জাকোয়ান হোসেন, ২৩নং ওয়ার্ড মিজান আহমদ, ৫নং ওয়ার্ড আব্দুল মোমিন, ৬নং ওয়ার্ড শাওন আহমদ ইমরান, ৩নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক আনোয়ার কাদির, জলিল আহমদ
আফজল খান পাপলু, আহমেদ শিপন, হিবজুর বিশ্বাস রাজু, সাঈদ আহমদ দিপক, শাহ আবু সুফিয়ান, রহমত আলী টিটু, সবরুল ইসলাম, তাইফুর খান নেপুর, ফাহাদ আহমদ কমল, হুমায়ুন কবির, আলী ইমাম, আবুল হাসনাত, আলী আমজদ, মেহরাব ভূইয়া পলাশ, রুবেল আহমদ, দুলাল আহমদ, আব্দুল মন্নান ইমন, জুবায়ের আহমদ, শাহ নূর আহমদ, খোকন আহমদ, আহমেদ মিনহাজ, আব্দুস সোবহান, ফাহিম আহমদ, মিজান আহমদ ও কাওছার আহমদ।
সমাবেশে বক্তারা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা যুবদল নেতা আলী আকবরকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।