গোলাপগঞ্জ উপজেলা-বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন ১৫জুন

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডটকম : সিলেট গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ নির্বাচন ও পৌরসভার দিন-তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের উপ সচিব-২ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কমিশনের তথ্যমতে, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপ নির্বাচন এবং বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন ১৫ জুন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হব।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে এবং ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেটের এ দুটি পৌর ও উপজেলা ছাড়াও দেশের আরো ১০ পৌর ও উপজেলা পরিষদ নির্বাচনে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি ইন্তেকাল করলে পদটি শূন্য হয়ে যায়।
ইকবাল আহমদ চৌধুরী সর্বশেষ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।
ডিএস