সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ। এসময় তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের সুযোগ সৃস্টি করে দিয়েছে। এ সুযোগকে গ্রহন করে আমার ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারি।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদীদ সহ বিভিন্ন দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ অফিসার ও ফোর্সগণ।