সিলেট শাহী ঈদগাহ পরিদর্শনে মেয়র আরিফ-নিশারুল

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডটকম : মহামারি করোনাভাইরাসের কারণে দুই বছর বন্ধ থাকার পর এ বছর পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
ঈদকে সামনে রেখে শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.নিশারুল আরিফ।
মঙ্গলবার (২৬এপ্রিল) দুপুর ১২টার দিকে শাহী ঈদগাহ পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ ঈদের জামাতের সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন পর ঈদগাহ জামাত অনুষ্ঠিত হবে। আশা করছি এবারের জামাত হবে সবচেয়ে বৃহত্তম জামাত। আর এই ঈদের জামাত পড়াবেন বরুনার পীর ও প্রখ্যাত আলেম মাওলানা রশিদুর রহমান ফারুক।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.নিশারুল আরিফ জানান, ঈদ উল ফিতরের জামাত শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ প্রশাসন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ফয়সল মাহমুদ ও উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকরতা কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য-এবার শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
DS