কানাইঘাটে আপন ভাইদের হামলায় বড় ভাই গুরুতর আহত

দৈনিক সিলেট ডট কম
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের লখাইরগ্রামে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আপন দুই ছোট ভাইয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন বড় ভাই শাহিন উদ্দিন মাসুক (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার দুপুর ১টার দিকে লখাইরগ্রামে মৃত হাজী তবারক আলীর পুত্র শাহিন উদ্দিন মাসুক তার দখলীয় নিজ জমিতে চাষাবাদ করে বাড়ি ফেরার পথে তেলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে আসামাত্র আপন দুই সহোদর ভাই জাকারিয়া (৪০), আব্দুর রহমান (৩৫) তার উপর দেশীয় রুইল, লাঠি-সোটা নিয়ে হামলা করে।
ছোট দুই ভাই মাসুক উদ্দিনকে বাম পায়ে উপর্যুপরি আঘাত করে পা ভেঙ্গে ফেলে এবং এলোপাতাড়ি পিঠিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। মাসুক উদ্দিনের আত্মচিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে হামলাকারী দুই ভাইয়ের কবল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার জখম গুরুতর হওয়ায় এবং বাম পা ভেঙ্গে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসকগণ সাথে সাথে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে দুইদিন মাসুক উদ্দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার রাতে বাদী হয়ে দুই সহোদর ভাই জাকারিয়া ও আব্দুর রহমানের বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
মাসুক উদ্দিন জানান তার দুই ভাই দীর্ঘদিন থেকে নিজ ভোগ দখলীয় জমিজমা জোরপূর্বক ভাবে জবর দখল করা সহ তাকে নানা ভাবে নির্যাতন করে আসছে।