মীর হ্যাল্পিং হ্যান্ড ইউ.কে’র খাদ্যসামগ্রী বিতরণ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে মীর হ্যাল্পিং হ্যান্ড ইউ.কে এর চেয়ারম্যান মীর জসিম উদ্দিন জিলহাদ এর পক্ষ থেকে ৬ শতাধিক অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। (২৬ এপ্রিল) মঙ্গলবার রাতে নগরীর ১৭নং ওয়ার্ডের লোহারপাড়া এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। রমজান শুরু থেকে এলাকার অসহায়, দরিদ্র মানুষের মাঝে খাদসামগ্রী বিতরণ করে যাচ্ছে প্রবাসী মীর জসিম উদ্দিন জিলহাদ।
জোবায়ের আহমদ চৌধুরী সুমন এর সভাপতিত্বে ও সুমন, নুরুল ইসলাম সাজওয়ান এর যৌথ পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, লোহারপাড়া জামে মসজিদের সেক্রেটারি এহিয়া আহমদ, মালকি মিয়া, মাহমুদ হোসেন, বাবলু আহমদ, বাদশা আহমদ, হানিফ আহমদ, মনতাজ হোসেন মুন্না, আজাদ আহমদ, মো আব্দু কাদির পাপু, মো কয়সর, মীর ফরহাদ আহমদ, ইসমত আহমদ, সাহিদ আহমদ, শাহান আহমদ, দিলুয়ার আহমদ, আরমান আহমদ, জামাল আহমদ, অলিদ রহমান, জুসেফ আহমেদ, ফয়েজ আহমদ, সায়েম আহমদ রুকু, সায়েম আহমদ, রাজু আহমদ, জসিম আহমদ, আবুল কাহের সাদি, ফাহাদ আহমদ, আব্দুল কাদির ছানি, ফাহমিদ আহমদ, মারুফ আহমদ, রিয়াদ আহমদ প্রমুখ।