নগরীতে সেচ্ছাসেবী সংঘটন মুক্ত হাসির ইফতার বিতরণ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে সেচ্ছাসেবী সংঘটন মুক্ত হাসি পক্ষ থেকে রোজাদারদের মধ্য মঙ্গলবার সিলেট নগরীর রিকাবিবাজার এলাকায় ইফতার সামগ্রী বিতরণ হয়।
এসময় উপস্থিত ছিলেন মুক্ত হাসির সদস্য রুপম চক্রবর্তী,অভিজিত ঘোষ, শ্রাবন দে,অমিও দেব,দ্বীপ চক্রবর্তী,দীপংকর সরকার,আঁখি আচার্য,পুস্পা চৌধুরী,দেবাশীষ দে,যুবরাজ চক্রবর্তী,অর্ণিশ চক্রবর্তী,নবনীতা চক্রবর্তী,রুপন্তি চক্রবর্তী,প্রান্তিক পুরকায়স্থ, রাজ অর্জুন,সচিন দাস,অসীম দাশ,কল্লোল চৌধুরী,অর্ঘ ভট্টাচার্য, প্রকাশ রায় সহ আরো সদস্য ছিলেন।