মাধবপুরে কিশোরী স্কুল ছাত্রীকে ধর্ষণ

দৈনিক সিলেট ডট কম
হবিগঞ্জ প্রতিনিধি: মাধবপুরে পঞ্চম শ্রেণির এক কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মামুন মিয়াকে (৪০) কে অভিযুক্ত করে ইতোমধ্যে থানায় মামলা হয়েছে।
গত ২২ এপ্রিল দুপুরে উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের দৃষ্টিপ্রতিবন্ধী বাবা তার মাকে নিয়ে দুপুরে ফতেগাজী মাজার মসজিদে নামাজ পড়তে যান, ছোট ভাই বোনরা বাইরে খেলছিল। এ সুযোগে পূর্ব পরিচিত শায়েস্তাগঞ্জ থানার অলিপুর এলাকার বাসিন্দা মামুন মিয়া তার মাকে খুজতে গিয়ে একাঘরে পেয়ে কিশোরীকে ধর্ষণ করে। ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন আসতে থাকলে মামুন মিয়া দৌঁড়ে পালিয়ে যায়।
চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান, ভিকটিমের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।