টেস্ট অধিনায়ক হিসেবে স্টোকস যোগ্য প্রার্থী: জয়াবর্ধনে

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: দুই সপ্তাহ আগে জো রুট ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে পদত্যাগ করেন। তার নেতৃত্ব ছাড়ার দুই দিন পর নতুন ম্যানেজিং ডিরেক্টর হন রব কি। সাবেক এই ধারাভাষ্যকার দায়িত্ব নিয়ে বেন স্টোকসকে টেস্ট অধিনায়কত্ব দেওয়ার ইঙ্গিত দেন। এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এই অলরাউন্ডারই রুটের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে। শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট মাহেলা জয়াবর্ধনেও স্টোকসকে যোগ্য প্রার্থী মনে করছেন।
দলের দায়িত্ব পেলে স্টোকস প্রথম নেতৃত্ব দিবেন ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে। তারপর জুনে দেশের বাইরে ভারতে রয়েছে সিরিজ।
স্টোকস যদি অধিনায়ক হিসেবে নির্বাচিত হন, তাহলে অ্যান্ড্রু ফ্লিনটফের পর ১৫ বছরে প্রথমবার কোনো অলরাউন্ডার ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে যাচ্ছেন।
স্টোকসের কাঁধে নেতৃত্ব ওঠার সম্ভাবনার প্রতিক্রিয়ায় জয়াবর্ধনে বলেছেন, ‘আমি মনে করি সে (স্টোকস) হতে যাচ্ছে চমৎকার অধিনায়ক। সে বারবার দেখিয়েছে যে সে একজন দারুণ প্রতিযোগী এবং মাঠে থাকার সময় সে দুর্ধর্ষ একজন।’
জয়াবর্ধনে আরো বলেছেন, ‘এই ধরনের (অধিনায়ক হিসেবে) চরিত্র এমন একটি সংস্কৃতি তৈরি করতে পারে যেটা সম্প্রতি সাদা বলের ক্রিকেটে তারা পেয়েছে, কিন্তু এখন একই সংস্কৃতি আমাদের লাল বলের ক্রিকেটেও খুঁজতে হবে।’
শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের বিশ্বাস, নেতৃত্ব ছাড়ায় এখন রুট ভারমুক্ত এবং ৩১ বছর বয়সী ব্যাটসম্যান ব্যাট হাতে আরো জ্বলে উঠবেন। জয়াবর্ধনে বলেছেন, ‘গত তিন বা চার বছর ধরে ব্যাটিংয়ে অসাধারণ জো এবং সে আরো জ্বলে উঠবে, কোনো সন্দেহ নেই।’