ঈদ করা হল না নবীগঞ্জের আজিজ মিয়ার

দৈনিক সিলেট ডট কম
নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় আজিজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১মে) রাত ৮টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজ মিয়া উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত সাবাজ মিয়ার ছেলে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে ঈদের কেনাকাটা করতে আসেন আজিজ মিয়া। মহাসড়ক পার হওয়ার সময় সিলেট থেকে মাধবপুরগামী একটি কাভার্ডভ্যান আজিজ মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।