সাবেক অর্থমন্ত্রী মুহিতের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডটকম : সাবেক সফল অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২মে) দুপুর ২টায় হাফিজ কমপ্লেক্স এ পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া দোয়া মাহফিলে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
স্বাগত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার বড় ভাই সারাজীবন মানুষের সেবা করে গেছেন। প্রায় ৬৩ বছর পাবলিক সার্ভেন্ট ছিলেন। মানুষের সেবা করার সময় আপনারা কেউ যদি কোনো কারণে অসন্তুষ্ট হন তবে আল্লাহর ওয়াস্তে তাঁকে ক্ষমা করে দেবেন। তিনি ছিলেন আমাদের অভিভাবক। আমি আমার ভাই হারিয়েছি, আর জাতি হারিয়েছে সম্পদ। আমরা যেন তাঁর মতো সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে যেতে পারি সবাই এই দোয়া করবেন।
তিনি সাবেক অর্থমন্ত্রী মুহিতের জানাযা অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোয়া মাহফিলে পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী, বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেটের জেলা প্রশাসক মো:মজিবর রহমান, পুলিশ কমিশনার নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম,পল্লী শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন, বিএমএ’র মহা কেন্দ্রীয় মহা সচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এ কে এম হাফিজ, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন ও সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের পরিচালক মাহি উদ্দিন আহমদ সেলিম, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্ম উপস্থিত ছিলেন।