বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া করা হয়েছে।
শুক্রবার (৬ মে) জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন।
মোনাজাতে ইসরায়েলি বাহিনীর কবল থেকে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের হেফাজত এবং পবিত্র বায়তুল মোকাদ্দাসকে মুক্ত করে দেওয়ার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে করোনা মহামারিসহ সব বালা-মুসিবত দূর করে দেওয়ার জন্য আল্লাহর সাহায্য কামনা করেছেন বায়তুল মোকাররমের খতিব।