ছাতকে সুরমা নদীর নির্মিত ব্রিজ জুন মাসের মধ্যে চালু : এমপি মানিক

দৈনিক সিলেট ডট কম
ছাতক সংবাদদাতা : মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, ছাতকে সুরমা নদীর উপর নির্মিত ব্রিজটি জুন মাসেই চালু হবে। নদীর উত্তর পাড়ের একটি বাড়ি নিয়ে জটিলতা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাড়ির মালিককে পাওনা বুঝিয়ে দিলেই জটিলতা সেরে যাবে।
ব্রিজ থেকে বালিউরা হয়ে বাঁশতলা–হকনগর পর্যন্ত রাস্তাটি প্রশস্থ করণ করা হবে। এতে হক নগর পর্যটন কেন্দ্রে যাতায়াত সুবিধা বৃদ্ধিসহ ওই এলাকায় চাষাবাদকৃত সবজি দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব হবে। এলাকার মানুষ অর্থনৈতিকভাবে ও স্বাবলম্বী হয়ে উঠবে।
এদিকে ইসলামপুর ইউনিয়নের অর্থনৈতিক অঞ্চলের সাথে ও ব্রিজ পর্যন্ত সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে বৃত্তের মতো দক্ষিণ ছাতক ও দোয়ারাবাজার অঞ্চলে সড়ক যোগাযোগ স্থাপিত হবে এবং উন্নয়নের ক্ষেত্রে এই এলাকার অনেকটা এগিয়ে যাবে।
তিনি বলেন ১২ মে ভুগলা বর্ডার হাটের উদ্ভোধন করা হবে। এই ব্রিজ ও রাস্তা বর্ডার হাটের জন্য অত্যন্ত জরুরি।
শুক্রবার বিকেলে সুরমা ব্রিজের কাজ পরিদর্শন কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে এমপি মানিক আরো বলেন, বন্ধ থাকা সিলেট-ছাতক রেল যোগাযোগ অতি শীঘ্রই চালু হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ছাতক -সুনামগঞ্জ হয়ে মোহনগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ দ্রুত চালু করনের সম্ভাবনা রয়েছে। রেললাইন স্থাপন ও সড়ক যোগাযোগ উন্নত করতে শেখ হাসিনার সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। ছাতক-দোয়ারাবাজার সহ সুনামগঞ্জবাসি অবশ্যই এর সুফল ভোগ করবেন।
ব্রিজ পরিদর্শন কালে এমপি মানিকের সাথে ছিলেন সাবেক ইউপিচেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, মোজাহিদ আলী, সাবেক জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার চৌধুরী চিনু, এডভোকেট আব্দুস সালাম,আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, বাবুল রায়, সিলেটস্থ ছাতক ফোরামের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জাবেদ প্রমুখ।
ডিএস