জগন্নাথপুরে কামালী শেরওয়ান শাহ ট্রাস্টের নগদ অর্থ সহায়তা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: জগন্নাথপুরের শাহাড়পাড়ায় দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে কামালী শেরওয়ান শাহ পরিষদ ট্রাস্ট।
শনিবার (৩০ এপ্রিল) উপজেলার শাহারপাড়ায় মোকামবাড়ীর শাহ প্যালেসে এ উপলক্ষে আয়োজিত ক্বোরআনে খতম, মিলাদ, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, হুমায়ূন রশীদ চৌধুরী, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন ও মো. ফয়ছল আলম।
আমিনুল হক সিপনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শাহ কামাল (রহ.) হাফিজিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ কলসু বিবি কামালী, শাহারপাড়া গ্রামের প্রবীণ জামাল মিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলওয়ার হোসাইন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবের কামালী, বসুন্ধরা স্পোটিং ক্লাবের সভাপতি জহুর মিয়া,সাধারণ সম্পাদক হিরা মিয়া প্রমুখ।