চলতি বছরে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৬৫৭৩

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : ২০২২ সালের জানুয়ারি থেকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ৮২০ বাংলাদেশিসহ মোট ৬ হাজার ৫৭৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
স্থানীয় সময় শনিবার (০৭ মে) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল যাইমি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে, দেশব্যাপী ২ হাজার ৬৫২টি অভিযান পরিচালনা করে তার মধ্যে ৫৮ হাজার ২৯১ জনের নথিপত্র যাচাইয়ের মাধ্যমে ১০১ জন নিয়োগকর্তাসহ ৬ হাজার ৫৭৩ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩ হাজার ১৭২ জন, বাংলাদেশের ৮২০ জন, মিয়ানমারের ৬৪০ জন, ফিলিপিনের ৫৫৩ জন, থাইল্যান্ডের ৪৪১, ভারতের ২৭৬ জন, কেম্বোডিয়ার ১৭০ জন, পাকিস্তানের ১৫২ জন, নেপালের ১৪০ জন, ভিয়েতনামের ৮৮ জন এবং অন্যান্য দেশের রয়েছে আরও অন্তত ১২১ জন।
তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা তাদের প্রতি সংবেদনশীল ছিলাম। কিন্তু আমাদের আইন প্রয়োগে অবশ্যই কঠোর হতে হবে। অবৈধ অনুপ্রবেশ ও দেশটিতে অবৈধদের বসবাস ঠেকাতে বিভাগটি কাজ করছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপস করা হবে না বলেও জানান তিনি।
তাদের সনাক্ত করা অপরাধগুলির মধ্যে হলো ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা (১) (গ) অনুসারে যা বৈধ ভিসা বা পারমিট ব্যতীত এবং ওভার স্টে বা ভিসা শেষ হওয়ার পর অতিরিক্ত সময় থাকার জন্য একই আইনের ধারা ১৫ (১) (গ) রয়েছে।
এছাড়াও অবৈধ শ্রমিকদের কোনো কোম্পানি যদি নিয়োগ প্রদান করে তাহলে তাদের বিরুদ্ধে তাদের ৫৬ (১) (ডি) ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ধারা এবং একই আইনের ধারা ৫৫ বি এর অধীনে ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা যেতে পারে।
ডিএস