সিরিজ নিয়ে শঙ্কা জেগেছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২২, ১২:২৭ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : আগামী মাসের শুরুতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক অস্থিরতায় শঙ্কা আছে সময়মতো এই সিরিজ আয়োজন নিয়ে। যদিও আসন্ন লঙ্কা সফর সময়মতো হবে বলে বিশ্বাস ক্রিকেট অস্ট্রেলিয়ার।
১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। দেশের অর্থনৈতিক বিপর্যয়ের জন্য সরকারকে দায়ী করে কয়েক সপ্তাহ ধরেই শ্রীলঙ্কাজুড়ে চলছে বিক্ষোভ। ব্যাপক আন্দোলনের মুখে এরই মধ্যে পদত্যাগ করেছেন লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশটির মন্ত্রিসভাও ভেঙে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই যে কোনো সংঘাত এড়াতে রাজধানী কলম্বোতে কারফিউ জারি করা হয়েছে। রাজধানীর কাছে নিত্তামবুয়া এলাকায় সরকারবিরোধীদের সঙ্গে সংঘর্ষে এক সংসদ সদস্যের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছে দেশটির ক্রিকেট। আগামী মাসের শুরুতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে অস্ট্রেলিয়া। সফরে ৩টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলার কথা রয়েছে অজিদের। আসন্ন সফরে ১৬ দিন কলম্বোতে কাটাবেন অস্ট্রেলিয়া ক্রিকেট দল যেখানে চলমান অস্থিরতায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
তবে, পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছেন সিএ কর্মকর্তারা। তবে এর মাঝেও সময়মতো সিরিজ মাঠে গড়াবে বলে বিশ্বাস ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের। গত মাসে সিএর প্রধান নিরাপত্তা কর্মকর্তা লঙ্কা সফরের পর আসন্ন সফর নিয়ে সবুজ সংকেত দিয়েছিলেন।
নানা শঙ্কা উপেক্ষা করে দীর্ঘ দুই যুগ পর গত মার্চে পাকিস্তান সফর করেছে অস্ট্রেলিয়া। বিশ্লেষকদের ধারণা শঙ্কা থাকলেও আসন্ন শ্রীলঙ্কা সফরে যাবে অজিরা। কারণ লঙ্কানদের এমন চরম অর্থনৈতিক সংকটে এই সিরিজের মাধ্যমে কিছুটা হলেও তাদের পাশে দাড়াতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জুন কলম্বোতে মাঠে গড়াবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। জুলাইয়ের ১৪ তারিখ দ্বিতীয় টেস্টের মাধ্যমে সমাপ্তি হবে প্রায় দেড় মাস দীর্ঘ এই সিরিজের।
ডিএস