প্রবাসীরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন: অধ্যাপক জাকির

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডটকম : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। তারা শত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের সমৃদ্ধ ভাষা এবং সংস্কৃতিতে নতুন প্রজন্মের কাছে তোলে ধরছেন।
বুধবার (১১ মে) লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেননের সম্মানে সিলেট নগরের খাদিমে আয়োজিত এক সংর্বধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংর্বধনা অনুষ্ঠানে আয়োজক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি একে এম আশরাফ উদ্দিন কালাম এবং আহমেদ তাজদিকুল মওলা বাপ্পি।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. নজরুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান শওকত, ৮০ দশকের ছাত্রলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নওরোজ জাহান মারুফ, সিলেট আধুনিক চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সাব্বির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক খান, আব্দুল মতিন, আলী আহমদ সেলিম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কানাই দত্ত, ডা. মহিউদ্দিন, আলতাফুল ইসলাম প্রমুখ।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার লন্ডন অ্যাসেম্বলির মেম্বার উম্মেশ দেশাই, সিটি অব লন্ডনের কাউন্সিলম্যান ও সংগ্রাম সিনেমার পরিচালক মো. মনসুর আলী, যুক্তরাজ্য ক্যারেম চ্যাম্পিয়ন মো. আলী রিংকু, লন্ডন চা বিনিময়কারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ অলিউর রহমান, যুক্তরাজ্যের কনজার্ভেটিভ পার্টির স্থায়ী সদস্য মোহাম্মদ আবদুল কাদির, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মিসবাহ বিএস চৌধুরী, আশিক রহমান, আবদুল করিম নাজিম।
টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন তাঁর সম্মানে এ ধরণের অুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।