তাহিরপুরের সড়ক পাহাড়ি ঢলে ডুবে গেছে

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : তাহিরপুর উপজেলায় আনোয়ারপুর সড়ক প্লাবিত হয়ে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় পাঁচ হাজার মানুষ।
শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় পাহাড়ি ঢলের পানিতে সড়কটি ডুবে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যাদুকাটা ও রক্তি নদীর পানি বেড়ে তাহিরপুরের আনোয়ারপুর বাজার ব্রিজের সামনের সড়কটি ডুবে যায়। এতে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে অনেককে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে ডুবন্ত সড়ক পার হয়ে সুনামগঞ্জে আসতে দেখা গেছে।
তাহিরপুর উপজেলার বাসিন্দা নুরু মিয়া বলেন, ‘টানা বৃষ্টিপাতে সীমান্তবর্তী যাদুকাটা নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। সুনামগঞ্জ সদরে যাওয়ার সময় রাস্থা ডুবে থাকায় তাহিরপুরে যেতে না পেরে ফিরে এসেছি।’
আনোয়ারপুর গ্রামের বাসিন্দা মনির মিয়া বলেন, ‘উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি আনোয়ারপুর সড়ক প্লাবিত হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে প্রায় পাঁচ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।’
তাহিরপুর উপজেলার বাসিন্দা আকমল আলী। তিনি বলেন, ‘সুনামগঞ্জের সদর হাসপাতালে আমার বড় আপু ভর্তি রয়েছেন। তাকে দেখার জন্য সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখানে এসে দেখি ঢলের পানিতে সড়ক ডুবে গেছে। এখন বাড়তি টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় ডুবন্ত সড়ক পার হতে হবে আমাকে।’
সূত্র:জাগোনিউজ