লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৫:৪০ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: লিডিং ইউনিভার্সিটির ৬৮তম সিন্ডিকেট সভা ১৪ মে ২০২২ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ৩২তম সভাসহ অন্যান্য সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি বর্ধিতকরণ ও নিয়োগের অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এতে লিডিং ইউনিভার্সিটির মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির, ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, মেজর (অব) শায়েখুল হক চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য প্রফেসর ড. মো. কবির হোসেন, সিন্ডিকেট সদস্য সচিব লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন