“ক্রিয়েটিভ স্পেস” এর চীফ এডিটর হলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: ভারতের চিতকারা ইউনিভার্সিটি পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত ইন্ডেক্সড আর্কিটেকচার জার্নাল “ক্রিয়েটিভ স্পেস” এর চীফ এডিটর পদে নির্বাচিত হয়েছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
উল্লেখ্য, “‘ক্রিয়েটিভ স্পেস (Creat. sp.)” ইন্ঠিয়ার চিতকারা ইউনিভার্সিটি পাবলিকেশন্সের ( Chitkara University Publications) একটি মর্যাদাপূর্ণ দ্বি-বার্ষিক জার্নাল যেখানে স্থপতি, শিক্ষাবিদ এবং গবেষকদের বিল্ট পরিবেশের বিভিন্ন দিকের জ্ঞান অ্যাক্সেস এবং শেয়ার করার মাধ্যমে তারা অনুমানমূলক ডিজাইন পরিবেশের একটি অংশ হতে পারে।
“‘ক্রিয়েটিভ স্পেস (Creat. sp.)” এর
প্রবন্ধ এবং লেখাগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকে, স্থাপত্য, শহর পরিকল্পনা এবং নগরবাদ, ল্যান্ডস্কেপ ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, বিল্ডিং প্রযুক্তি, নির্মাণ পদ্ধতি এবং কাঠামো ব্যবস্থাসহ, ঐতিহাসিক ভবন এবং শহুরে ল্যান্ডস্কেপ পরিচালনা এবং স্থাপত্যের শিল্পের উপর সমালোচনামূলক চিন্তাভাবনা।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য স্থপতি প্রফেসর ড. কাজী আজিজুল মাওলাকে চীফ এডিটর পদ অফার করে চিতকারা পাবলিকেশন্স ইন্ডিয়া দ্বারা সম্মানিত করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন