ছাত্রদল নেতা রাশেদ এর মৃত্যুতে সিলেট ছাত্রদলের শোক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২২, ১০:৫৪ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদ আহমদ খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার (১৬ মে ) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক শোক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তোফায়েল আহমেদ , জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান গভীর শোক প্রকাশ করেন ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারবর্গ ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রবিবার (১৫ মে ) সন্ধ্যা ৫.৩০ মিনিটে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদ আহমদ খান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।