শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠন হবে: মানিক

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠন করা হবে। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার প্রার্থীরাই বিজয়ী হবেন। কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। আওয়ামীলীগ একটি বৃহৎ শক্তিশালী রাজনৈতিক সংগঠন। এই সংগঠনে অনেক যোগ্য ও ত্যাগী নেতারা রয়েছেন। কিন্তু কমিটিতে সবাই স্থান করে নিতে পারেনা। এটি একটি সীমিত পরিসর। এজন্য পিছপা হবার কোনও কারন নেই। যোগ্যরা সব সময়ই যোগ্য থাকেন। আওয়ামীলীগ এক এবং সবাই ঐক্য। আমাদের ঐক্যের বন্ধন টিকিয়ে রাখতে হবে।
মঙ্গলবার (১৭ মে) সকালে উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বাষির্ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার বোকারভাঙ্গা এলাকার একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দের পরিচালনায় অনুষ্টিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, যুগ্ম আহবায়ক এডভোকেট আশিক আলী, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ এপিপি, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম আহমেদ এপিপি। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, এডভোকেট জমির উদ্দীন, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়জুল বারী, জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আকলুছ মিয়া ও ইউনিয়ন নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন, এডঃ শামসুর রহমান। সম্মেলনে উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রি-বার্ষিক সম্মেলনে এডভোকেট শামসুর রহমানকে সভাপতি ও হাজী ময়না মিয়াকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ দিকে দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে আব্দুল মান্নানকে সভাপতি ও আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়।