কাতারে শ্রমিক সংকটে বিপাকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে কাতারের কোম্পানি ভিসা চালু রয়েছে শুধু নারী ও পুরুষ কর্মীদের হাউস ভিসা। এতে শ্রমিক সংকটে কোম্পানি ও দোকানপাট চালাতে হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এ অবস্থায় বন্ধ শ্রমবাজার চালুর জন্য বাংলাদেশ সরকার ও দূতাবাসকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা।
করোনার মধ্যেও থেমে নেই চলতি বছরের ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার ফুটবল বিশ্বকাপের নির্মাণ খাতের কর্মযজ্ঞ। তবে এ কর্মযজ্ঞে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও নেপালকে ভিসা দেওয়া চালু রাখলেও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে কাতার।
প্রায় তিন বছর ধরে কোম্পানি ও দোকানপাটের ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। শ্রমিক সংকটে কোম্পানি ও দোকানপাট চালাতে হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এ অবস্থায় বন্ধ শ্রমবাজার চালুর জন্য বাংলাদেশ সরকার ও দূতাবাসের উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন তারা।
২৬ লাখের বেশি জনসংখ্যার দেশ কাতারে চার লাখের বেশি বাংলাদেশি কর্মরত। দেশটিতে কিছুসংখ্যক প্রবাসী ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলেও অধিকাংশ প্রবাসী বাংলাদেশি নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত।
বাংলাদেশি শ্রমিকরা কাতার বির্নিমাণ এবং চলতি বছরের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো নির্মাণে বড় অবদান রাখলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বাংলাদেশের শ্রমবাজার।
ডিএস