বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছ: এমপি মানিক

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন ও ছৈলা ইউনিয়নের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ মে, সকালে দোলারবাজার ইউনিয়ন ও বিকেলে ছৈলা ইউনিয়নের ভিন্ন ভিন্ন কমিউনিটি সেন্টারে এ দুটি সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ছাতক এবং দোয়ারাবাজার উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন চলছে৷ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে। প্রিয় নেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন তৃণমূ্ল নেতা কর্মিরা অাওয়ামীলীগের নিবেদিত প্রাণ। তিনি প্রশংসা করে অারো বলেন, এ দেশের উন্নয়ন শুধো মাত্র বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কারনেই সম্ভব হয়েছে। মানুষ অালোর মুখ দেখেছে।
দোলারবাজার ইউনিয়নে গোপন ভোটের মাধ্যমে শায়েস্তা মিয়াকে সভাপতি ও অাবু্ল হোসেন কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। এদিকে বিকেলের সম্মেলনে ছৈলা ইউনিয়নে ফিরোজ অালী মেম্বার সভাপতি ও পরিমল চন্দ্র নাথ কে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করে প্রতি ইউনিয়নে ৬৯সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহিদ মজনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন,ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি অাক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, প্রস্তুতি কমিটির সদস্য খালেদ অাহমদ, যুগ্ম আহবায়ক এড. আশিক আলী, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড.ছায়াদুর রহমান ছায়াদ (এপিপি), ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী বাবলু, ছাতক উপজেলা সেচ্চাসেবকলীগের সাংগঠনিক মঞ্জুর অালম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অাওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবকলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ সহ স্থানীয় নেতা কর্মি বৃন্দ প্রমুখ।