ভূমি সেবা সাপ্তাহ উপলক্ষে চুনারুঘাটে র্যালী ও আলোচনা সভা

দৈনিক সিলেট ডট কম
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৯ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, নির্বাচন কর্মকর্তা দিপক কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিকবৃন্দউ । এছাড়াও উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী, উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে সকল কর্মকর্তা ও কর্মচারীরাসহ উপস্থিত ছিলেন। ১৯ মে হইতে ২৩ মে পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস গুলোতেও এই সকল ভূমি সেবা প্রদান করা হবে। এবার ‘১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে মন্ত্রণালয় সেবা সপ্তাহের এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল । ভূমি সেবা সপ্তাহে উপজেলা ও ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিস, স্থানীয় সম্মেলন কক্ষ কিংবা সুবিধাজনক স্থানে ক্যাম্প করে সেবা বুথ থাকছে। ওই বুথে অগ্রাধিকার ভিত্তিতে সেবাগ্রহীতারা ভূমি বিষয়ে নানা ধরনের পরামর্শ পাবেন এবং কী কী ভূমি সেবা আছে সে সম্পর্কেও জানতে পারবেন।
উপজেলা পর্যায়ে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ‘অনলাইন রেজিস্ট্রেশন’কে ভূমি সেবায় সবার আগে রাখা হয়েছে। এছাড়া ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক দেওয়া, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ, এবং অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ইত্যাদিও গুরুত্ব পাচ্ছে উপজেলা পর্যায়ের ভূমি সেবায়।