কোম্পানীগঞ্জে মন্ত্রীর ত্রাণ নিয়ে কাড়াকাড়ি

দৈনিক সিলেট ডট কম
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাকবলিত মানুষের মাঝে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির ত্রাণ বিতরণ কালে ত্রাণ প্রত্যাশীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। শনিবার সকাল ১০টায় উপজেলার থানা বাজার পয়েন্টে মন্ত্রী এই ত্রাণ বিতরণ করেন।
মন্ত্রী শনিবার(২১ মে) সকালে সিলেট এয়ারপোর্ট থেকে সড়ক পথে কোম্পানীগঞ্জ আসেন। এ সময় ১২০ পেকেট খাদ্যসামগ্রী নিয়ে আসেন তিনি। প্রতিটি ইউনিয়নের ২০ জন করে ৬ ইউনিয়নে ১২০ জনের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আসেন। কিন্তু মন্ত্রী ত্রাণ বিতরণ করবেন এমন খবর পেয়ে বন্যাকবলিত এলাকার প্রায় ৫শত মানুষের সমাগম হয়। এ সময় মন্ত্রী ৪/৫ জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করে তিনি এখান থেকে চলে যান। মন্ত্রী যাওয়ার পর শুরু হয় ত্রাণ নিয়ে কাড়াকাড়ি। ধস্তাধস্তি করে অনেকেই ছিনিয়ে নেয় ত্রাণের পেকেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ লাঠিচার্জ করে। প্রায় ২০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ সময় অনেকে অভিযোগ করেন ত্রাণের পেকেট দিয়ে ছবি তুলে রেখে দেওয়া হয়েছে পেকেট। ঘরে কোন খাদ্য না থাকায় মন্ত্রীর ত্রাণ নিতে এসেছেন। কিন্তু ত্রাণ না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন বেশিরভাগ বানবাসী মানুষ।
ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী জানান, এক ইউনিয়নে ২০ জনকে দেয়া হয়েছে ত্রাণ সামগ্রী। মানুষ আসছেন কয়েকশত। কাকে রেখে কাকে দিব এই ত্রাণ। গ্রাম ও ওয়ার্ডে পর্যাপ্ত খাদ্য সামগ্রী দিলে এমন মারামারি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতনা।