মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২২, ৮:৪০ অপরাহ্ণ
জৈন্তাপুর প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭জুন সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্টিত হয় ৷
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ৷
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন শাহরিয়ার বিন সালেহ, ১৯ বিজিবির অধিনায়ক হাসান আরাফাত, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, সহকারি কমিশনার (ভূমি) রিপামনী দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সতের পরগনা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, মো. ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, মো. রফিক আহমদ, মো. কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, তৈয়ব আলী কারিগরি কলেজের প্রিন্সীপাল রুহিনী রঞ্জন দে, ডাক্তার কুদরত উল্ল্যাহ বিয়াম ল্যাব. স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল জলিল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনিনুল ইসলাম সোহেল, সধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সুলেমান আহমদ ৷ এছাড়া কর্মশালায় অংশ গ্রহন করেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যা বৃন্দরা উপস্থিত ছিলেন ৷
সভায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে নানা বিষয়ে আলোচনা হয় এবং সীমান্ত চোরাচালান নিয়ে উদ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ৷