নবীগঞ্জ পৌরসভার রাস্তার বেহাল দশা
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২২, ৫:০১ অপরাহ্ণ
নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ পৌরসভা হবিগঞ্জ জেলার একটি স্থানীয় সরকার ব্যবস্থা সংগঠন। এটি ১৯৯৭ সালে প্রতিষ্টিত হয়। এ পৌরসভাটি একটি “ক” শ্রেণীভুক্ত পৌরসভা।
দীর্ঘদিন যাবৎ নবীগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক গার্লস স্কুল রোড এই রাস্তাটি ভেঙ্গে চুড়ে বেহাল অবস্থা। বড় বড় গর্তে পানি জমে থাকে। প্রায়ই ঘঠছে দূর্ঘটনা।
সড়কটি প্রথম শ্রেণীর খেতাবপ্রাপ্ত নবীগঞ্জ পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এবং সামনে হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পেছনে দারুলউলুম এতিমখানা মাদরাসা, সবুজ কুড়ি কিন্ডারগার্ডেন স্কুল এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী চলাচল করেন।
স্থানীয় বাসিন্দা বদরুল আমিন জানান, বার বার এলাকা থেকে পৌর কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও কিন্তু এর কোন সুরাহা এখন পর্যন্ত হয়নি! নির্বিকার নবীগঞ্জ পৌরসভার কর্তাব্যাক্তিরা। প্রথম শ্রেনীর পৌরসভা নবীগঞ্জের এই হাল সাধারন জনগন এই উদ্ভূত পরিস্থিতি থেকে পরিত্রান চান।
এ ব্যাপারে নবীগঞ্জ পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান জানান, আমি এক বছর হল প্রথম বারের মত নতুন কাউন্সিলর হিসেবে শপত নিয়েছি এই জায়গাটি দীর্ঘদিন ধরেই ভাঙ্গা চুড়া ও গর্তে পানি জমে থাকে আমি ও আমার পৌর কতৃপক্ষ এ ব্যাপারে আলোচনা করে শীগ্রই ব্যাবস্থা গ্রহন করব। এবং আশার কথা হল এ বছরই ডাকবাংলার রাস্তার মুখ হতে গার্লস স্কুল রোড পর্যন্ত সড়কের কাজের জন্য ৬৫ লাখ টাকার টেন্ডার হয়েছে। আপাতত প্রচুর বৃষ্টি হওয়ার কারনে আমরা কাজ শুরু করতে পারছিনা।