বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২২, ৫:১১ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে “শুধু একটাই পৃথিবী” (অনলি ওয়ান আর্থ) বিশ্ব পরিবেশ দিবসের এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন ২০২২) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজে সবুজে সাজিয়ে তুলতে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যার উপর গুরুত্বারোপ করে উপাচার্য ড. কাজী আজিজুল মাওলা বলেন, মহাবিশ্বের কোটি কোটি ছায়াপথে কোটি কোটি গ্রহ থাকলেও পৃথিবী আছে শুধু একটি। তাই আমাদের সবাই মিলে এ পৃথিবীর যত্ন নিতে হবে।
সবুজ বাঁচান, পরিবেশ রক্ষা করুন উল্লেখ করে
তিনি বলেন, পরিবেশ এমন একটি বিষয় যার উপর আমাদের সুস্থ থাকা নির্ভর করে। তাই এখনই প্রয়োজন পরিবেশ সচেতনতা বাড়ানোর। আর সাধারণ মানুষ হিসেবে আমাদের হাতে যতটুকু ক্ষমতা আছে, তা দিয়েই আমদেরকে প্রকৃতিকে সুস্থ করে তোলার চেষ্টা করতে হবে। আমরা গাছ লাগানোর পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের চারপাশ। তিনি বলেন, এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন।
ইতোমধ্যে লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বনজ এবং ফলদ বৃক্ষরোপণ করা হয়েছ। যারফলে ক্রমান্বয়ে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার রাগীবনগরে গড়ে ওঠা সবুজে ঘেরা দৃষ্টিনন্দন লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস উন্নীত হয়েছে শিক্ষাবান্ধব এক মনোরম পরিবেশে।
তাই প্রতিবছরের মতো এবারও ক্যাম্পাসে বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ক্যাম্পাসে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, প্রক্টর মো. রাশেদুল ইসলামসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন