চুনারুঘাটে জনতার পিটুনিতে ডাকাতের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২২, ৫:৩৭ অপরাহ্ণ
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পুর্ব কাচুয়া গ্রামে জনতার পিটুনিতে আন্ত: জেলা ডাকাত দলের সদস্য রমজান আলী মারা গেছেন। চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার গভীররাতে ডাকাত রমজান খোয়াই নদীর পাশে পুর্ব কাচুয়া গ্রামের বন্ধের বাড়িতে হানা দেন। এ সময় ডাকাত রমজান আলী মিনারা খাতুনের ঘরে দেশীয় রামদা দিয়ে ঘরের টিনের ভেড়ায় কুপানো শুরু করে। এতে মিনারা খাতুন আত্নরক্ষায় শোরচিৎকার দিলে তার ৩ ছেলে ডাকাতের সঙ্গে দস্তাদস্তির শুরু করে। একপর্যায়ে ডাকাত রমজান দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির পাশে ধানক্ষেতে এলাকবাসীর রোশানলে পড়ে পিটুনির এক পর্যায়ে মাতায় আঘাত পড়ে মারা যায়। রমজান আলী বানিয়াচং উপজেলার মন্দরী এলাকার চনু মিয়ার পুত্র। সে ধনশ্রী তার নানা আরজু মিয়ার বাড়িতে থাকতো। এর আগে ডাকাত রমজানের হামলায় বাড়ির গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন পুর্ব কাচুয়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে রহিম মিয়া (৩০), মো: জুমান মিয়া (২৮), রুমান মিয়া (২০)। তাদেরকে পুলিশ হেফাজতে চুনারুঘাট হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বুধবার বিকেল ৩ টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ এন্ড অপস্ মাহমুদুল হাসান, মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদ, ঘটনার স্থল পরিদর্শন করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিতুর রহমান বলেন, ডাকাতের হামলায় ডাকাত নিহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ এন্ড অপস্ মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।