সিলেট রেড ক্রিসেন্ট এর সেফার এ্যাকসেস ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ১২:১১ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে ২দিন ব্যাপী সেফার এ্যাকসেস ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়।
বুধবার (৮ জুন) সকাল ৯টা থেকে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন এর শুভ উদ্বোধন করেন বাংলদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যাবস্থাপনা পর্ষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন সোসাইটির উপ-মহাসচিব রফিকুল ইসলাম বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিআরসি এর মুভমেন্ট কোওপারেশন স্পেশালিষ্ট মিস ম্যারি এঞ্জিলিনা, উপ-পরিচালক মো. আবদুস সালাম, সেফার এ্যাকসেস কোওর্ডিনেটর কাজী রশিদ শিমুল, সভা পরিচালনা করেন সিলেট ইউনিটের প্রোগ্রাম কোর্ডিনেটর ও সাবেক যুব প্রধান মো. নাজিম খান।